বাংলা বিনোদনের নতুন চ্যানেল এন্টার 10 বাংলা।সেই চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘সাগরজ্যোতি’।প্রধান চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বোস তার চরিত্রের নাম সাগর ,এবং জ্যোতির ভূমিকায় নবনীতা মালাকার।সাগরের মা অর্থাৎ নীলিমা সেন,এই মেগার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।সেই চরিত্রে আছেন চান্দ্রেয়ী ঘোষ।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিকাশ ভৌমিক(সাগরের বাবা), তনিমা সেন(সুহাসিনী,সাগরের ঠাকুমা),অভিজিৎ সরকার(সাগরের কাকা),শ্রীতমা(পামেলা সেনের চরিত্রে),সায়ন্তনী মল্লিক(উমা রায়চৌধুরী,লিজা(সাগরের বোন),রুম্পা চ্যাটার্জী(জ্যোতির মা),সুজয় সিনহা(জ্যোতির বাবা),রূপসা মন্ডল(জ্যোতির বোন)।মেগাটির পরিচালনা করছেন পাভেল।মেগার সঙ্গীত পরিচালনা করছেন দেবজিৎ রায়,গান লিখেছেন প্রসেন।
‘সাগরজ্যোতি’ দেখা যাবে ২৩শে আগস্ট থেকে প্রতিদিন ৮ টায় শুধুমাত্র এন্টার 10 বাংলা।
GIPHY App Key not set. Please check settings