ওয়েব সিরিজ : কারাগার পার্ট ১
পরিচালনায় : সায়েদ আহমেদ শাওকী
দৈর্ঘ্য: ৩ ঘন্টা ৭ মিনিট
মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রতিক্ষীত ওয়েব সিরিজ “কারাগার”। Hoichoi এ রিলিজ হয় ওয়েব সিরিজটি। মোট সাত পর্বের ৩ ঘন্টা ৭ মিনিটের ওয়েব সিরিজটি।
প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য অবধি একবারও মনে হবেনা এটা বাস্তবে ঘটছে না। আপনি যে একটি ওয়েব সিরিজ দেখছেন সেটা ভুলেই যাবেন। এর কারণ সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবার অভিনয়, সংলাপ, এক্সপ্রেশন, গল্প বর্ণনা সবকিছুই এতটা ন্যাচারাল ছিল।
সিরিজের গল্প শুরু হয় আকাশনগর সেন্ট্রাল জেলে কয়েদী সংখ্যা এক রাতে গণনা করে একজন বেশি পাওয়া যায়। এমনিতেই জেলার মোস্তাক সাহেব জেলে এক নারী ঢোকার স্ক্যান্ডালে উপরের চাপে আছেন, তার মধ্যে যুক্ত হয় ১৪৫ নাম্বার সেলের বোবা এক মিস্ট্রিম্যান। যে সেল গত পাঁচ দশক ধরে বন্ধ ছিল! সে কে, কোথা থেকে এলো, তার আগমন ও উপস্থিতি জানতে মোস্তাক সাহেব সাহায্য নেয় ডিবিতে থাকা বন্ধু আশফাকের। আবার আশফাক সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহারে মিস্ট্রিম্যানের সাথে যোগাযোগ করতে যুক্ত করে মাহাকে। এই জেলের ভেতর ও বাইরের চরিত্রগুলোকে কিভাবে মিস্ট্রিম্যান প্রভাবিত করছে সেটাই সিরিজের প্রথম পার্টের গল্প।
১৪৫ নাম্বার সেলের অমর নামের রহস্যময় কয়েদীটি বোবা এবং বধির। সিরিজে তার কোন কথা নেই, কিন্তু শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে কিভাবে অভিনয় করে বাজিমাৎ করতে হয় সেটা চঞ্চল চৌধুরী প্রমাণ করে দিয়েছেন। তার অসামান্য অভিনয় প্রতিভা দিয়ে আরও একবার প্রমাণ করেছেন । প্রতিবন্ধী এক চরিত্রে তিনি অনবদ্য অঙ্গভঙ্গি ও এক্সপ্রেশন দিয়ে নিজের বিগত কাজগুলোকেও ছাড়িয়ে গেছেন তিনি ।
জেলার চরিত্রে ইন্তেখাব দিনার পারফেক্ট।
আফজাল চৌধুরী অসাধারণ ।
তাসনিয়া ফারিনের সাবলীল। এবং বাকিরাও ভালো কাজ করেছেন যে যার চরিত্রে।
জুটি হিসেবে সৈয়দ আহমেদ শাওকী এবং চঞ্চল চৌধুরী আবারও একটি সেরা কাজ উপহার দিয়েছেন।
GIPHY App Key not set. Please check settings