২০১৮ সালে মুক্তি পেয়েছিলো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘হামি’। শিশুদের উপর যৌন হেনস্থার প্রেক্ষিতে তৈরী হয়েছিল এই ছবি। বক্স অফিসে বিপুল ব্যবসা করেছিল ‘হামি’। চার বছর পর ফের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় নিয়ে এসেছেন ‘হামি ২’।
এই ছবির গল্প দুই ছেলে ভেঁপু (ঋতদীপ) আর চিনুকে (শ্রেয়ান) নিয়ে । মিস্টার অ্যান্ড মিসেস মণ্ডল হিসাবে থাকছেন তাঁরা। দুই ছেলেকে নিয়ে ভরাট সংসার দুজনের।২জনের মধ্যে ভেপু জিনিয়াস।তার স্মৃতিশক্তি খুব ভাল। কঠিন অঙ্কের সমাধান করে দিতে পারে। তাই ট্যালেন্ট হান্ট রিয়্যালিটি শোয়ে সে খুব সহজেই অংশ নিতে পারে। চাইল্ড আর্টিস্ট এজেন্ট প্রশান্ত চক্রবর্তীও (খরাজ মুখোপাধ্যায়) এসে যায় বিস্ময় শিশুর টানে। ‘হামি টু’ ছোটদের প্রতিযোগিতার ভালমন্দের কথা তুলে ধরে। দ্বিতীয়ার্ধের অনেকটা জুড়ে ‘জুনিয়র পণ্ডিত’ শো চলে। এখানেই টান টান ক্লাইম্যাক্স পর্বে দেখার যে, ভেঁপু শেষপর্যন্ত সকলের প্রত্যাশা পূরণ করতে পারে কি না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঞ্চালকের ভূমিকায় নিজের চরিত্রে খুব স্মার্ট।
মিউজিক করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং আবহসংগীতে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। তবে ছবির দৈর্ঘ্য কম হতে পারত।
GIPHY App Key not set. Please check settings