in

Buker Moddhye Agun (2023) Hoichoi Web Series Review

বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজ রিভিউ

DIRECTOR : Taneem Rahman Angshu

STARRING : Ziaul Faruq Apurba, Yash Rohan, Abu Hurayra Tanvir, Tama Mirza, Shahnaz Sumi, Tania Ahmed, Tauquir Ahmed, Tariq Anam Khan, Gazi Rakayet

Movie Rating

কিছুদিন আগে হইচই ঘোষণা দিয়েছিল ‘বুকের মধ্যে আগুন’ নামের একটি ওয়েব সিরিজের। টিজার প্রকাশের পর অনেকেই মন্তব্য করেছিলেন সিরিজটি নাকি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু রহস্য নিয়ে নির্মিত হয়েছে। আর তখনই সিরিজটি মুক্তিতে আপত্তি জানিয়েছিলেন সালমান শাহ’র পরিবার। তবে ওয়েব সিরিজ নির্মাতা বলেছেন তার নির্মিত সিরিজের সাথে সালমান শাহ’র কোনো সংযুক্তি নেই।

এসব মতবিরোধ চলাকালে গত বৃহস্পতিবার রাতে অনেকটা হুট করেই সিরিজটি মুক্তি দিয়ে দিয়েছেন হইচই কর্তৃপক্ষ। ‘বুকের মধ্যে আগুন’ (Buker Moddhye Agun ) ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন ‘ন ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। সিরিজটিকে মোট ৮টি পর্বে সাজিয়েছেন তিনি। পর্বগুলো যথাক্রমে –

পর্ব ১ : ফিরে আসার গল্প
পর্ব ২ : বন্ধু নাকি শত্রু
পর্ব ৩ : চেনা যখন অচেনা
পর্ব ৪ : স্নেহের ছলনা
পর্ব ৫ : উত্থান পতন
পর্ব ৬ : প্রণয়ের পালাবদল
পর্ব ৭ : পতনের প্রস্তুতি
পর্ব ৮ : হত্যা নাকি আত্মহত্যা?

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আই এর ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তারিক আনাম খান, ইয়াশ রোহান, তানিয়া আহমেদ, গাজী রাকায়েত, তমা মির্জা, শাহনাজ সুমি, তৌকির আহমেদ, আবু হুরায়রা তানভীর, আইশা খান, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।

সিরিজের গল্প গড়ে উঠেছে একজন স্টারকে কেন্দ্র করে, যিনি একজন আইকন এবং লিজেন্ড। নব্বই দশকের একজন সুপারস্টারের রহস্যজনক মৃত্যু দেশের মানুষকে স্তব্ধ করে দেয়। যদিও বলা হয় এটি আত্মহত্যা, কিন্তু অনেকেরই বিশ্বাস এটি ছিল একটি হত্যাকাণ্ড। কী হবে যখন একজন পুলিশ অফিসার যে নিজেও কি না সেই সুপারস্টারের একজন ফ্যান? সেই রহস্য উদ্ধারের গল্প নিয়েই এগুবে এর কাহিনি।

সিরিজে সবথেকে নজর কেড়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। এই সিরিজে তার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। পুলিশ অফিসার এএসপি গোলাম মামুনের চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে পুরোপুরি ভিন্নধর্মী একটা চরিত্রে একদম ফাটিয়ে দিয়েছেন অপূর্ব। তার লুক, এক্সপ্রেশন ও সংলাপ বলার ধরণ বেশ সাবলীল মনে হয়েছে।

প্রধান হাইলাইটস চরিত্র অর্থাৎ সুপারস্টার চরিত্রে ভুল শিল্পী নির্বাচন। একজন সুপারস্টারের যে লাইফস্টাইল, অ্যাটিটিউড, ক্রেজ, সোয়াগ, জনপ্রিয়তা তার কিছুই ফুটিয়ে তুলতে পারেনি ইয়াশ রোহান। তার সাথে সুপারস্টার এর চরিত্রটি এখানে একেবারেই মানায় নি।

 মেকাপের বাজে ব্যবহার। গোটা সিরিজে মেকাপের কাজ খুবই বাজে হয়েছে। অপূর্বের দাড়িতে সাদা রং করা হয়েছে বোঝাই যাচ্ছে। বান্না চরিত্রে যিনি অভিনয় করেছেন তার দাড়ি খসে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তমা মির্জা ও সুমিকে ২২ বছর আগেও যেইরকম দেখাচ্ছিল ২২ বছর পরেও সেইরকম।

 বাজেট স্বল্পতা। এধরণের কাজ আরও বেশি বাজেট ডিজার্ভ করে। এই সিরিজে অনেক কিছুই না দেখিয়ে মুখে বলে দেওয়া হয়েছে বাজেটের অভাবে। সুপারস্টারের বাড়িঘর সাধারণ মানুষের মতো হয়ে গেছে। সিরিজে দেখানো শুটিং সেটগুলো সিনেমার না হয়ে নাটকের সেট হয়ে গেছে। সুপারস্টার এর ব্যাক স্টোরি আরও বেশি হাইলাইটস ও ডিটেইলস এ দেখানো উচিৎ ছিলো।

টুকটাক কিছু ত্রুটি বাদ দিলে সিরিজের টেকনিক্যাল দিক বেশ ভালোই বলা যায়। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি ও বিজিএম সহ সব মিলিয়ে দুর্দান্ত একটা সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চাইলে সময় করে দেখে নিতে পারেন।

 

Report

What do you think?

98 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

দুঃস্থ-অসহায় মানুষ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিল্পীদের সাহায্যার্থে Oops2Wow Events

Joy Filmfare Awards Bangla 2022 celebrates outstanding achievements in the world of Bengali cinema