অবশেষে মুক্তি পেল সৃজিতের ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার। ফেলু মিত্তিরের ভূমিকায় নজর কেড়েছেন টোটা রায় চৌধুরী।ট্রেলারেই বোঝা গেলো বেশ টানটান হতে চলেছে এই সিরিজ ।বহুদিন ধরেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ নিয়ে ফ্যানেদের উন্মাদনা তৈরি হয়েছিল ।
আনুষ্ঠানিকভাবে শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে ‘ফেলুদা ফেরত’ সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রেলার রিলিজ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফেলুদা হিসেবে টোটা রায় চৌধুরী, জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী এবং তোপসের ভূমিকায় কল্পন মিত্রকে দেখা যাবে এই সিরিজে।

ফেলুদা সিরিজের জনপ্রিয় দুই গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’-তে নিয়েই বানানো হচ্ছে এই সিরিজ।
GIPHY App Key not set. Please check settings