সাইবার হুমকির মুখে প্রযোজক অরিত্র দাস।অ্যাসর্টেড মোশন পিকচার্স এর অন্যতম কর্ণধার তিনি ।
রিক্সা ওয়ালা, কেক ওয়াক, সিজনস গ্রিটিংস, শুভ বিজয়ার মতোন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছবির প্রযোজক অরিত্র।সম্প্রতি তিনি ও তার ভাই বেশ কিছুদিন যাবত তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ এক মহিলার অ্যাকাউন্ট থেকে হুমকি পাচ্ছেন।
এমন কি অরিত্র র ভাই এর নম্বরে উড়ো ফোন করে বার বার তাদের খুন করার হুমকি দেওয়া হচ্ছে। রীতিমতন সন্ত্রস্ত অরিত্র ও তার পরিবার। ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় এফ আই আর করেছেন তিনি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে চলছে তদন্ত।
অরিত্র আমাদেরকে জানান, “আমার বাড়িতে বয়স্ক মানুষরা রয়েছেন, তারা খুব ভয় পেয়ে গেছেন। প্রযোজক হওয়ার সূত্রে অনেক সময় না বুঝেই অনেক মানুষের বিরাগভাজন হতে হয় আমায়। কেউ সেই ব্যাক্তিগত রাগ থেকে আমাদের এই ভাবে হুমকি দিচ্ছে কিনা ঠিক জানি না। যে মহিলার অ্যাকাউন্ট থেকে এই মেসেজ গুলো করা হচ্ছিল আমি তার সঙ্গে ব্যাক্তিগত ভাবে কথা বলার চেষ্টা করেছি ফোনে। কিন্তু তিনি ফোন ধরছেন না।“
GIPHY App Key not set. Please check settings