নেক্সজেন ভেঞ্চার ও অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স এর ব্যানারে মুক্তি পাবে ইদে এই ছবি। প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চ্যাটার্জি। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুমিত সাহিল। পুরোপুরি ভিন্ন লুকে প্রকাশ পেয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra ) লুক। গায়ে কাঁটা দেওয়া আত্মপ্রকাশ অভিনেতার। খারাপ ভালোর সংজ্ঞা যেখানে গুলিয়ে যাবে। মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয়, প্রশ্ন তুলবে ‘মির্জা’ (Mirza )।
এদিন ছবির প্রথম টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কুশ। সেখানেই প্রথম প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক। ক্যাপশনে লেখেন, ‘মির্জার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম, ২০২৩ সালের ইদে সব নিয়ম ভাঙতে দেখবেন ওঁকে।’
ছবির স্ক্রিপ্ট লিখেছেন অর্নব ভৌমিক। ছবির টিজারের শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।

GIPHY App Key not set. Please check settings