বৃহস্পতিবার সকালেই সামনে এসেছিলো ছবির প্রথম লুক। মোশন পোস্টারে সামনে এল চেনা লুকে ছবির তিন তারকা।সেই ফার্স্ট লুক এ গড়লো নতুন রেকর্ড ।সোনাদা সফরে এবার নতুন সংযোজন।
https://www.facebook.com/SVFsocial/videos/445337600942419
‘গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির’ (Guptodhon Franchise) তৃতীয় ছবিতেও মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) , অর্জুন চক্রবর্তী ।
এর আগেই দর্শকদের মন জয় করেছে আবির, ঝিনুক ও সোনাদা। হিস্ট্রির প্রফেসর’ সুবর্ণ সেন ওরফে সোনাদা আলাদা করে মানুষের মনে দাগ কেটেছে। ফেলুদা-ব্যোমকেশের থেকে এই চরিত্র এক্কেবারে আলাদা এই চরিত্র । এবার পুজোতেওঁ আসছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবির ফার্স্ট লুক দেখে উত্তেজনা চেপে রাখতে পারেননি নেট-নাগরিকরা।৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
GIPHY App Key not set. Please check settings