এক দিনেই ১ কোটি আয় করে নিয়েছে ‘প্রজাপতি’। পয়লা জানুয়ারির বক্সঅফিস হিসেব বলছে, শুধুমাত্র এই বিশেষ দিনেই দেব, মিঠুনের সিনেমা ১ কোটি টাকা আয় করে নিয়েছে। অতিমারী উত্তর পর্বে বাংলা সিনেমার ইতিহাসে যে হিসেব নিঃসন্দেহে এক বেঞ্চমার্ক।
গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। দেব মিঠুনের জুটি দেখার জন্য সিনেমা হলে উপচে পড়ছে দর্শকদের ভিড়। বিগত প্রায় সবকটি ছবির মতো দেবের এই ছবিও লক্ষ্মী ঘরে আনছে প্রথম দিন থেকেই। বিশেষ করে ২০২৩ এর প্রথম দিনেই যে সাফল্য পেয়েছে প্রজাপতি তা বাস্তবিকই নজিরবিহীন।
দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়ের। টনিক ও প্রজাপতির সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে অভিজিৎ সেন ও দেব জুটি। তিন নম্বর ছবির ঘোষণাও ইতিমধ্যেই সেরে ফেলেছেন অভিনেতা।
GIPHY App Key not set. Please check settings