দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের প্রযোজনায় মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি’। ৫ জুলাই থেকে ছবির শুটিং শুরু হয়েছিল।
এবার বৃহস্পতিবার নন্দনে মুক্তি পেলো ‘প্রজাপতি’র পোস্টার। বাবা-ছেলের এক ভিন্ন গল্প বলবে ‘প্রজাপতি’। পোস্টারে দেখা যাচ্ছে মিঠুনকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন হাস্যোজ্জ্বল দেব।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবির পোস্টার শেয়ার করে দেব লিখেছেন: “দর্শকের মন নেবে জিতে, উড়বে ‘প্রজাপতি’ এবার শীতে।” এ সিনেমার মধ্য দিয়ে ৪৬ বছর পর মৃগয়া জুটি ফিরছে বড় পর্দায়। আবার মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর জুটিকে দেখা যাবে একসঙ্গে।
ছবিতে মিঠুন চক্রবর্তী থাকলেও এ দিন তিনি উপস্থিত ছিলেন না। কারণটা মজার ছলে দেবই খোলসা করলেন। বললেন, ‘‘আসলে ছবির যা বাজেট দাঁড়িয়েছে, তাতে বিজনেস ক্লাসের টিকিট কেটে মিঠুনদাকে আনতে পারিনি। তবে ছবিমুক্তির সময় নিশ্চয়ই আমরা দাদাকে নিয়ে আসব।’’
ছবিটির প্রযোজক দেব ও অতনু রায়চৌধুরী এবং পরিচালনা করেছেন অভিজিৎ সেন। এর আগে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া দেব অভিনীত ‘টনিক’ সিনেমাটিও অভিজিৎ সেন পরিচালনা করেছিলেন। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘প্রজাপতি’।
GIPHY App Key not set. Please check settings