মুক্তি পেল বাবা, বেবি ও ট্রেলার। ছবির পরিচালনায় রয়েছেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ খ্যাত অরিত্র মুখোপাধ্যায়। এবার চল্লিশোর্ধ সিঙ্গেল ফাদার মেঘ রোদ্দুরের গল্প বলবে ছবিটি । সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হতে দেখা যাবে তাকে ।তারপর তার জীবন আচমকাই বদলে যায় বৃষ্টি তার জীবনে এলে ।সিনেমার মেঘ রোদ্দুরের ভূমিকায় যিশু সেনগুপ্ত আর বৃষ্টির ভূমিকায় শোলাঙ্কি রায়।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, রেশমি সেন, রজত গঙ্গোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবতী।
সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন শুভঙ্কর ভড়। আর সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অমিত-ঈশান এবং চমক হাসান।ছবিটি মুক্তি পাবে ৪ঠা ফেব্রুয়ারী ।
GIPHY App Key not set. Please check settings