মোজো প্রোডাক্শনের নতুন ছবি ‘গু কাকু: দ্য পটি আঙ্কল‘। সোশ্যাল স্যাটায়ার-ধর্মী এই নতুন ছবিতে থাকছেন দুই বাংলার একাধিক কলাকূশলী। ছবিতে দেখা যাবে ওপার বাংলার মোশারফ করিম, ঋত্বিক চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, জয়ী দেবরায় সহ আরও অনেকে। পরিচালক মণীশ বসুর এটাই প্রথম ছবি।
পরিচালকের কথায়, ”সমাজের প্রান্তিক মানুষদের কথা বলবে এই ছবি। সাব-অল্টার্নরা কীভাবে আর্থিক-রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটকে প্রভাবিত করে তা নিয়েই ছবির গল্প।”

