অপুর সংসার’-এর ৬০ বছর পূর্তিতে পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে অভিযাত্রিক। অপু ও অপর্ণাকে নতুন রূপে দেখা গেলো । ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। অপুর স্ত্রী অপর্ণা-র চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া ।

কিন্তু ‘অপুর সংসার’-এর শেষে কী হয়েছিল তাঁর? ৬ বছরের ছেলে কাজলকে কাঁধে চাপিয়ে কোন অজানা গন্তব্যে পাড়ি দিল সে? সেই প্রশ্নের উত্তর দেবে এই ছবি । বিভূতিভূষণের গল্পের যে অংশ নিয়ে সত্যজিত্ রায় সিনেমা করেননি, সেই অংশ নিয়েই এই ছবি। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হয়ে গেলো এই সিনেমার স্ক্রিনিং।
সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা ।২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতামূলক বিভাগে মনোনীত হয়েছে ছবিটি ।
