মুক্তি পেলো ‘কলকাতা চলন্তিকা’ ছবির টিজার। অনুষ্ঠানে হাজির ছিলেন ইশা সাহা, অনির্বাণ চক্রবর্তী ,পাভেল ।প্রসঙ্গত, সালটা ২০১৬। ৩১ মার্চ। সপ্তাহের ব্যস্ততম দিনে হঠাৎ দুপুর ১২.৩২ মিনিটে ভেঙে পরে উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডের উপর নির্মীয়মাণ পোস্তা উড়ালপুল। মারা যায় বহু মানুষ। হয় বহু ক্ষয়ক্ষতি। সেই স্মৃতি উস্কে চলচ্চিত্রে আসছে ‘কলকাতা চলন্তিকা।’ আগামী ২৬ অগাস্ট মাদার টেরেসার জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন, ইশা সাহা (Isha Saha), , সৌরভ দাস (Sourav Das),রজতাভ দত্ত (Rajatabha Dutta), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy ), খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই (The Bong Guy), অনামিকা সাহা।
তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস। আগামী 26 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।
P.C : Bulan Ghosh
GIPHY App Key not set. Please check settings