in

রিলায়েন্স রেসকিউয়ের পারসোনালাইজড সার্ভিস সেন্টার খুলল হাওড়ার কদমতলায়

পশ্চিমবঙ্গের ২৩ তম পরিষেবা কেন্দ্র রূপে হাওড়ার কদমতলায় শুরু হল ‘রিলায়েন্স রেসকিউ-এর পারসোনালাইজড সার্ভিস সেন্টার’ (Reliance ResQ Personalised Service Centre)।

‘জস সার্ভিসেস হাওড়া’ (Jas Services Howrah) নামাঙ্কিত ‘রিলায়েন্স রেসকিউ পারসোনালাইজড সার্ভিস সেন্টার’-এর লোকার্পণ সমারোহ উপলক্ষ্যে পরিষেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিক্ষক নুপুর মুখার্জি, উদীয়মান মডেল ও অভিনেতা রাজশেখর রায়, মডেল অভিনেত্রী সুরভি দাস সহ উপস্থিত ছিলেন পরিষেবা কেন্দ্রের কর্ণধার লালু সিং।

আজ দুপুরে রিলায়েন্স রেসকিউ-এর বিক্রয় বিভাগের আঞ্চলিক প্রবন্ধক রাজীব দাস (Rajib Das, Regional Manager-Sales, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর পরিষেবা বিভাগের আঞ্চলিক প্রবন্ধক অমিত দাস (Amit Das, Regional Manager-Service, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর বিক্রয় বিভাগের গুচ্ছ প্রবন্ধক অনির্বাণ দাস (Anirban Das, Cluster Manager-Sales, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর দুই শাখা প্রবন্ধক বিক্রান্ত সিং (Vikrant Sing, Branch Manager, Reliance ResQ) ও অর্কজিত সিনহা (Arkajit Sinha, Branch Manager, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর হাওড়ার পরিষেবা প্রবন্ধক বিপ্লব মণ্ডল (Biplab Mondal, Service Manager-Howrah, Reliance ResQ)-এর উপস্থিতিতে কদমতলায় চালু হল ‘রিলায়েন্স রেসকিউ’-এর হাওড়ার প্রথম পরিষেবা কেন্দ্র।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ মুহুর্তে কদমতলা পরিষেবা কেন্দ্রের কর্ণধার লালু সিং (Lalu Sing, Owner, Reliance ResQ Personalised Service Centre – Howrah) জানান, “স্থানীয় জনগণ বছরভর এই পরিষেবা কেন্দ্র থেকে সহায়তা পাবেন। এই কেন্দ্রের মাধ্যমে সুশিক্ষিত ইঞ্জিনিয়ারগণ নাগরিক পরিষেবার সাথে যুক্ত থাকবেন।”

Report

What do you think?

101 points
Upvote Downvote

Written by Souvik Saha

Discover the mind behind Cine Kolkata – Souvik Saha, an innovative entrepreneur and editor. With a passion for authentic news, he's the driving force behind Cine Kolkata's captivating film, atoz entertainment, sports, and lifestyle coverage. Souvik also heads Cine Digital, a digital marketing agency, expanding his impact across the digital realm.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

আনিস বাজমির পরবর্তী কমেডি ছবিতে ডাবল রোলে অভিনয় করবেন শাহিদ কাপুর

আসছে হরর ফিল্ম “রাতের অতিথি