পশ্চিমবঙ্গের ব্র্যান্ডেড মসলা বিভাগের বাজারে নেতৃস্থানীয় আইটিসি লিমিটেডের সানরাইজ স্পাইস, কলকাতায় দুর্গাপূজা উদযাপনের সূচনায় শহরব্যাপী অল-উইমেন্স বাইক র্যালির আয়োজন করে। এই উদ্যোগের লক্ষ্য হল দূর্গাতিনাশিনী চেতনার প্রচার যার মাধ্যমে মহিলাদের আত্মরক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। ৬৬ পল্লি দুর্গাপূজা প্যান্ডেল থেকে যাত্রা শুরু করে ৫ জন মহিলা বাইক আরোহী টানা ৫ দিন ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবেন। র্যালির প্রথম দিনে তারা ৬০ কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং আগামী চার দিনে তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে।
প্রখ্যাত গায়িকা লোপামুদ্রা মিত্রের গাওয়া একটি মিউজিক ভিডিও লঞ্চের মাধ্যমে সানরাইজ স্পাইস দুর্গতিনাশিনীর ধারণাটিকে জীবন্ত করে তুলেছে। এতে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেত্রী মমতাজ সরকার।
ভিডিওটিতে আত্মরক্ষার নানা উপায়ের একটি অনন্য ফিউশন দেখানো হয়েছে। এই ক্ষেত্রের পেশাদাররা এটিকে কোরিওগ্রাফ করেছেন অন্যদিকে পরিচালনার দায়িত্বে ছিলেন সেলফ-ডিফেন্স এক্সপার্ট গৌরব গোস্বামী।
GIPHY App Key not set. Please check settings