টুম্পার সাফল্যের পর এবার আসতে চলেছে ময়না ।ময়না গানটার কথা বলতে গেলে প্রথমেই পচার কথা বলতে হয়।পচা হল চিরকুমার বালক সংঘের একমাত্র ছেলে যার গার্লফ্রেন্ড রয়েছে ।পচা মনে মনে ঠিক করেই ফেলে যে সে ময়নাকে বিয়ে করবে, তাই তার বন্ধুদের নিয়ে একটা ব্যাচেলর পার্টির আয়োজন করে । কিন্তু আনফরচুনেটলি এই ব্যাচেলর পার্টির পরেই একজন সরকারি চাকুরীজীবী টাকলা কাকা গাধার পিঠে চেপে এসে ময়নাকে বিয়ে করে নিয়ে যায় ।পচা দেখতে থাকে কিন্তু পচার কিছু করার থাকেনা। কারন সে বেকার, অনেক জায়গায় ঘুষ দিয়েও একটা সরকারি চাকরি জোগাড় করতে পারেনি। এই পচার জীবনে কি ময়না আবার ফিরে আসবে ? এই নিয়েই হচ্ছে পুরো গল্প ।গানটি গেয়েছে আরব।গানটিতে ময়নার চরিত্রে দেখা যাবে ঋত্বিকা সেন ও পচার চরিত্রে রয়েছে সায়ন।
আমাদের সবার জীবনে কোন একটা সময়ে ময়নার মত কেউ এসেছে ।কেউ কেউ ময়নাকে নিজের হৃদয়ের খাঁচায় ধরে রাখতে পেরেছে, কারো কারো জীবন থেকে ময়না একেবারের জন্য এই উড়ে গেছে,আর কখনো ফিরে আসেনি। এসব নিয়ে এবারের পুজোর গান ময়না। হাসি মজার মাধ্যমে কর্মহীন বেকার যুবকদের পরিস্থিতির কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে । ভিডিওটা দেখার পর সবাই নিজের জীবনের মধ্যে কোথাও না কোথাও পচাকে দেখতে পাবে, ময়না আর পচা কে ভালবাসবে, গানটা উপভোগ করবে.।
GIPHY App Key not set. Please check settings