উষ্ণতা ছড়ালেন পায়েল সরকার। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। নিজের ছবির খবর থেকে শুরু করে ফটোশ্যুট সবই পোস্ট করেন এই অভিনেত্রী। যা মুহূর্তে নজর কাড়ে ভক্তদের।
এবার তেমনই এক ফটোশ্যুটের ছবি হল মুহূর্তে ভাইরাল। ছবিতে সাদা ফিনফিনে শার্ট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পায়েল। শার্টের শুধুমাত্র একটি বোতাম লাগানো। বাকিটা উন্মুক্ত। শার্টের ভিতর থেকেই সুষ্পষ্ট অন্তর্বাস আর তাঁর অন্দরের বক্ষ বিভাজিকা। কোথাও একটা হেলান দিয়ে বসে রয়েছেন পায়েল। অনাবৃত উরুতে রেখেছেন হাত। ছবির ক্যাপশনে পায়েল লিখেছেন, কখনও কখনও স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। কিন্তু তা বড্ড বোরিং। তাই স্বমহিমায় ভারচুয়াল জগতের অবতীর্ণ হয়েছেন নায়িকা।হট ফটোশ্যুটে ধরা দিলেন পায়েল। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। পায়েলের এ লুকে মুহূর্তে লাইকের বন্যা।
https://www.instagram.com/p/CFcmZAegcVG/?utm_source=ig_embed
‘আই লাভ ইউ’ ছবি দিয়ে যাত্রা শুরু হয় পায়েলের। এক কথায় বলতে গেলে, সেই পায়েল ও এই পায়েলের আকাশ পাতাল তফাৎ। বর্তমানে তার হাতে একাধিক ওয়েব সিরিজের কাজ। সঙ্গে ছবির প্রস্তাবও রয়েছে।
GIPHY App Key not set. Please check settings