in ,

Jaalbandi Trailer Record : একদিনে এক মিলিয়ন ভিউ ছাড়াল ‘জালবন্দী’ ছবির ট্রেলার

জালবন্দী ছবির মধ্যে দিয়ে আবার একদম নতুন মুখ ‘প্রিন্স’কে দর্শকদের উপহার দিতে চলেছেন তিনি।

মুক্তির অপেক্ষায় পীযুষ সাহার ‘জালবন্দী ।পীযুষ সাহা পরিচালনার ক্ষেত্রে বরাবর দর্শককে নতুন মুখ ও নতুন ধরণের গল্পের সন্ধান দিয়ে এসেছেন বহু বছর। তার হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী, রুবেলের রূপালী পর্দার সাথে প্রথম পরিচয়।

জালবন্দী (Jaalbandi ) ‘ ছবিটি গল্প বলবে এক তরুণ মধ্যবিত্ত যুবক অনীশের। বাবার আকস্মিক মৃত্যুর পর সম্পূর্ণ পৃথিবী ওলট-পালট হয়ে গেলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক ইনশিওরেন্স কোম্পানীর বীমা এজেন্ট হিসাবে কাজ করা শুরু করতে হয় তাকে। সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে টার্গেট পূরণের সংগ্রামে টিকে থাকতে একের পর এক অযাচিত পরিস্থিতির জালে জড়িয়ে পড়ে অনীশ। শেষ অবধি এই জাল ছিঁড়ে সেই সাদা-সিধে ছেলেটা বেরোতে পারল কিনা তারই গল্প বলবে জালবন্দী।রুদ্ধশ্বাস ,ভিন্ন স্বাদের রহস্য ,রোমাঞ্চ ও সম্পর্কের নানান পাটিগণিতে ভরপুর ‘সমরেশ মজুমদারের’ রহস্য উপন্যাস জালবন্দী অবলম্বনে পীযুষ সাহার নতুন ছায়াছবি ‘জালবন্দী’। ছবিটি মুক্তি পাচ্ছে জুন মাসের ১৭ তারিখে।

বারবার দর্শকদের নতুন ধরণের গল্প বলতে চেয়েছেন পরিচালক পীযূষ সাহা৷ নিজের ছবির মাধ্যমে তুলে এনেছেন নতুন নতুন মুখ৷ তাঁর হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী, রুবেলের রূপোলী পর্দার সঙ্গে প্রথম পরিচয়। গ্যাঁড়াকল, তুলকালাম, কেল্লাফতে, রাজু আঙ্কেল, বাজিমাত, নীল আকাশের চাঁদনী, বেপরোয়া-এর মত সমস্ত হিট ছবি ইন্ডাস্ট্রিকে খারাপ সময়েও দিশা দেখিয়েছে। উপহার দিয়েছেন আজকের জনপ্রিয় তারকাদের।

Report

What do you think?

100 points
Upvote Downvote

Written by Souvik Saha

Discover the mind behind Cine Kolkata – Souvik Saha, an innovative entrepreneur and editor. With a passion for authentic news, he's the driving force behind Cine Kolkata's captivating film, atoz entertainment, sports, and lifestyle coverage. Souvik also heads Cine Digital, a digital marketing agency, expanding his impact across the digital realm.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

Iskabon Bengali Film: ‘ইস্কাবন’, ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ জুন

Jaalbandi Movie Review

Jaalbandi Movie Review : জালবন্দী রিভিউ