জীবনে প্রথম মিউজিক ভিডিয়ো করলেন টাইগার শ্রফ। পুনিত মালহোত্রার সহযোগিতায় এই মিউজিক ভিডিয়ো করেছেন অভিনেতা। শুধু গানই, নয় গানের ভিডিয়োতেও দেখা যাবে একেবারে ছক ভাঙা টাইগারকে।
সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে টাইগার লিখেছেন, ‘যখন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপ দেব ভেবেছিলাম সেটা কঠিন ছিল। তবে এটা আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং এবং দারুণ অভিজ্ঞতা ছিল। গোটা বিশ্বের সমস্ত সঙ্গীতশিল্পীকে আমার শ্রদ্ধা। কত কিছু শেখার আছে… তার আগে আমাদের একটা ছোট্ট উদ্যোগ।’ হ্যাশট্যাগে রয়েছে #YouAreUnbelievable। গানটি মঙ্গলবারই মুক্তি পেয়েছে।
আনবিলিভেবল প্রযোজনা করেছে বিগ ব্যাং মিউজিক।