পুজোয় মুক্তি পেয়েছে জিতের বাজি আগেই বলেছিলাম পরের ছবি শুরু করতে চলেছেন অভিনেতা জিৎ । এবার সামনে এলো ফার্স্ট লুক। ছবির নাম ‘রাবণ’ (Raavan )।
ছবির পরিচালক ও কাহিনী লিখেছেন নবাগত এম এন রাজ (M N Raj) । পরিচালকের এটি প্রথম কাজ। এম এন রাজ এর আগে সুজিত মন্ডল, রাজীব বিশ্বাস ও রাজা চন্দের সহযোগী পরিচালক হিসেবে কাজ করতেন ।ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। জিতের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা নিয়ে এখনো জানা যায়নি । অক্টোবরের ২২ তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা।ছবির পুরো শুটিং কলকাতায় হবে বলে জানা যাচ্ছে ।
GIPHY App Key not set. Please check settings