ফের নারীকেন্দ্রিক ছবির গল্প বুনেছেন মৈনাক ভৌমিক। ছবির নাম ‘মিনি’ (Mini)। মুখ্য চরিত্রে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং অয়না চট্টোপাধ্যায়। শুক্রবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

মাসি-বোনঝির দুষটু মিষ্টি রসায়ন নিয়েই ছবির গল্প । ছবিতে তিতলির ভূমিকায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মিনির মাসির ভূমিকায় দেখা যাবে তাকে । ট্রেইলারের প্রথম ঝলকেই প্রশ্ন ছুড়েছেন পরিচালক মাসি কি কখনও মা হতে পারে?
মিনির মায়ের ভূমিকায় রয়েছেন কমলিকা বন্দ্যোপাধ্যায়।ছবিতে এছাড়াও রয়েছেন মিঠু চক্রবর্তী, কমলিনী বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক, রুদ্রজিৎ মুখোপাধ্যায় প্রমুখ। গানে স্যাভি, রণজয় ভট্টাচার্য, মৈনাক মজুমদার।ছবির গান গেয়েছেন সোমলতা আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, সায়নী মজুমদার, সুনিধি নায়েকও।৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ।
P.C : Bulan
