সবচেয়ে মুশকিল হল পুজোর পর প্রথমবার জিমে প্রবেশ করা। আর তা করতে গিয়ে অঙ্কুশের (Ankush Hazra) কী হাল হল, নিজের চোখেই দেখে নিন।
ইনস্টাগ্রামে (Instagram) মজার ছলেই ভিডিওটি শেয়ার করেছেন অঙ্কুশ। যেখানে, পুজোর পর জিমে যেতে কিছুতেই চাইছেন না অভিনেতা। আর তাঁকে টেনে শরীরচর্চা করাতে নিয়ে যাচ্ছেন প্রশিক্ষক। অঙ্কুশের এই ভিডিও দেখে হেসেই খুন নেটিজেনরা। হাসির ইমোজি শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়। হেসে ফেলেছেন সুদীপ্তা চক্রবর্তীও।
ইতি মধ্যেই চার-চারটি ছবি রয়েছে অঙ্কুশের আগামীর ঝুলিতে। নুসরত ফারিয়ার সঙ্গে ‘ভয়’, ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং বনি সেনগুপ্তর সঙ্গে এফআইআর, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সঙ্গে একটি সুপারন্যাচরাল থ্রিলার এবং প্রেমিকা ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে ‘ম্যাজিক’। আরও একটি নতুন সিনেমার কথা খুব শিগগিরিই ঘোষণা করতে চলেছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অঙ্কুশ।
GIPHY App Key not set. Please check settings