পোস্টারের প্রথম লুকে ধরা পরেছে কলকাতা শহরের এক চিত্র। ফ্লাইওভার ভেঙে পরা, আর এক বিবর্ন চিত্র। যার প্রতিটি পরতে রয়েছে অন্য স্বাদ। একগুচ্ছ তারকা নিয়ে ছবি “কলকাতা চলন্তিকা” এর শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আড্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বান চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখার্জী এবং কিরন দত্ত প্রমুখ।এই ছবি থেকেই টলিউডে ডেবিউ করছে বং গাই (Kiran Dutta)।
পরিচালক পাভেল বলেন “এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।”।
ছবিটি মুক্তি পাবে “বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট” এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্র চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বলাইবাহুল্য বাংলা সিনেমাপ্রেমিরা আরো একটা নতুন ভালো ছবি উপহার পেতে চলেছে।
GIPHY App Key not set. Please check settings