বাংলায় ভূতের সিনেমা তেমন একটা হয়না বলাই চলে। তবে ইদানিং ভৌতিক বিষয় নিয়ে বেশ কয়েকটি বাংলা ছবি তৈরি হচ্ছে টলিউডে। যার মধ্যে অন্যতম ‘রিষ’। পরিচালক প্রীতম মুখোপাধ্যায় তাঁর প্রথম বাংলা ছবিতেই বেছে নিলেন হরর জনার।
রিষ’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক। এছাড়াও শিশু শিল্পীর চরিত্রে কিয়ানা মুখোপাধ্যায়।গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ,রুমকি চট্টোপাধ্যায়, পিয়ালী মুখোপাধ্যায়,স্বাতী মুখোপাধ্যায় প্রমুখ।
P,c : Bulan Ghosh






GIPHY App Key not set. Please check settings