বুধবার নতুন ছবির নাম ঘোষণা করলেন অঙ্কুশ ।ছবির নাম মৃগয়া ।ফার্স্ট লুক ইতিমধ্যেই নির্মাতাদের তরফে প্রকাশ করা হয়েছে। ছবির মূল গল্প এক ছুটিতে গোকুলপুরের রহস্য সৈকতে বেড়াতে যায় ৫ বন্ধু- স্যাম, জো, রিকি, আইভি ও ঝোড়া। এরপরই নিখোঁজ হয়ে যায় পাঁচ বন্ধু। সম্ভ্রান্ত, বিত্তশালী পরিবারের পাঁচ ছেলেমেয়ে। এদের মধ্যে একজনের দাদা আবার মন্ত্রীও। কীভাবে ঘুরতে গিয়ে হারিয়ে যায় তাঁরা? তাহলে কি এই ৫ বন্ধুর নিরুদ্দেশ হওয়ার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছেন? সেই রহস্য উদঘাটনের দায়িত্ব পড়ে একজন স্পেশ্যাল টাস্ক ফোর্স অফিসারের উপর। যে বিশেষ চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে । গল্পে তাঁর চরিত্রের নাম অঞ্জন সেনগুপ্ত। অঙ্কুশের বিপরীতে অভিনয় করবেন দর্শনা বণিক )। পুলিস অফিসারেরর ভূমিকায় রয়েছেন অভিনেতা সুব্রত দত্ত। যার চরিত্রের নাম মাইতি।
‘মৃগয়া: প্রথম অধ্যায়’ ছবির মাধ্যমেই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শৌভিক ভট্টাচার্য। আর প্রথম ছবি হিসাবে থ্রিলার বানানোর পরিকল্পনাই করেছেন তিনি। ১৯ নভেম্বর থেকে কলকাতা, ওড়িশার বিভিন্ন এলাকায় হবে ছবির শ্যুটিং।
GIPHY App Key not set. Please check settings