গার্লফ্রেন্ড কৌশানির সঙ্গে রূপোলি পর্দায় ফের জুটি বেঁধেছেন বনি।ছবির নাম ‘তুমি আসবে বলে ‘।ছবির পরিচালনায় রয়েছেন সুজিত মন্ডল । মুক্তি পেলো ‘তুমি আসবে বলে ‘ সিনেমার নতুন গান ‘কবে দেখা পাবো তোর ‘। এই গানটি গেয়েছেন শোভন গাঙ্গুলী । গানে কথা দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী ।
প্রেম-পরিবার-বিনোদনে ঠাসা এই ছবিতে থাকছে একদম পারিবারিক গল্প। সূত্র থেকে জানা গেছে, ছবির গল্পের দুই পরিবারের ইগোর লড়াই এবং নানা শর্তে বিয়ের আগে শেষ হবে প্রেমিক জুটির ভালবাসা। ছবিতে নন্দগোপালের চরিত্রে দেখা যাবে বনিকে। এবং আঁখির চরিত্রে দেখা যাবে কৌশানিকে। প্রেমালাপ থেকে টানাপোড়েনের গল্প ফুটে উঠবে ছবিতে ।
নতুন বছরের ২২শে জানুয়ারী মুক্তি পাবে ছবিটি ।
GIPHY App Key not set. Please check settings