প্রেম করছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়।নতুন বছরে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট করলেন প্রেমিকার সাথে ছবি ।
৩ বছর ধরে প্রেম করছেন তিনি।
প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ”The number you are calling is currently in love” #3years।
প্রেমিকা দামিনী ঘোষ পেশায় একজন মডেল। প্রেমিকাও সেই একই ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
সেই পোস্টে লাইক করতে দেখা গেছে স্বয়ং শ্রাবন্তীকে।
GIPHY App Key not set. Please check settings