ঋতুপর্ণার আগামী ছবির প্রেস কনফারেন্স হয়ে গেল শহরে। হিন্দি ও বাংলা দুই ভাষাতে ছবি বানাচ্ছেন পরিচালক জয়প্রকাশ। ছবির নাম ‘দিবা-রাত্রি’।
হিন্দি ছবিটির নাম রাখা হয়েছে ডে- নাইট। ছবির বিষয় স্বামী-স্ত্রী সম্পর্কে চির ধরলে তা কী ভাবে সন্তানের উপর বাজে প্রভাব ফেলে সেটা নিয়েও বিস্তর একটা বার্তা দিতে চান পরিচালক এই ছবিতে।
ছবির মুখ্য ভুমিকায়ে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক সেন। এছাড়া ছবিতে অভিনয় করেছেন পায়েল মুখার্জী এবং কমলিকা চন্দ। বেশ কিছু কাস্টিং এখনও বাকি রয়েছে বলে জানা গেছে ।ছবির শ্যুটিং শুরু হচ্ছে মার্চ মাস থেকে।

ছবি সৌজন্যে : বুলান
GIPHY App Key not set. Please check settings