কৃষক পরিবারের জীবনের গল্প টিভির পর্দায় তুলে ধরতে এবার আসছে জি বাংলার নতুন ধারাবাহিক “রিমলি। রিমলির চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল। এর আগে ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকে নবকুমারের প্রথম স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। উদয়ের চরিত্রে রয়েছেন জন ভট্টাচার্য।
একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীকে।এছাড়াও দেখা যাবে মল্লিকা মজুমদার, দেবরঞ্জন নাগদের।‘অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ঠিক সন্ধে ৬টায় ‘জি বাংলায়’ আসছে এই ধারাবাহিক।
GIPHY App Key not set. Please check settings