নদিয়ার চাকদহর ছেলে অরিন্দম চক্রবর্তী ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিলো।পড়াশুনার পাশাপাশি থিয়েটারও চালিয়ে যেতেন পরবর্তীকালে কোম্পানীর চাকুরীতে যোগ দেন।কিন্তু মনটা পড়ে থাকতো অভিনয়ে।একদিন কোম্পানির সিনিয়র অফিসার বললেন ‘অরিন্দম তুমি যে কোনো একটাকে বেছে নাও।হয় চাকুরী নাহলে অভিনয়।অরিন্দম বেছে নিলেন অভিনয়কে।
প্রায় ১৮ বছরের অভিনয় জীবনে করে ফেলেছেন বেশ মনের মতো থিয়েটার, টেলিভিশন, সিনেমা ।নবাগতা অভিনেত্রী কণিকা অধিকারীর সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছে তিনটে ছবি।
GIPHY App Key not set. Please check settings