দুঃস্থ-অসহায় মানুষ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিল্পীদের সাহায্যার্থে আবারও এগিয়ে এল সাংস্কৃতিক সংস্থা Oops2Wow Events, শিলিগুড়ির Sangeet Kala Academy-র সাথে হাত মিলিয়ে মহান কাজের অংশীদারিত্ব ভাগ করে নিল তারা। তাদের যৌথ উদ্যোগে আয়োজন করা Subir Adhikari Live In Digital Concert (Tabla Solo) থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে তারা পিছিয়ে পড়া শিল্পীদের পাশে দাঁড়াল। এছাড়া গৃহহীন, দুঃস্থ-অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণও করা হয়।
এই মহান উদ্যোগের জন্য Oops2Wow Events এবং Sangeet Kala Academy ধন্যবাদ জানাতে চায় First Perfect Cooperative Society-কে। তারা প্রতিবছরের ন্যায় এ বছরও তাদের সমাজ কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ। এই সংস্থার কর্ণধারগণ ডঃ রাজীব রক্ষিত, ডঃ মনোজ কুণ্ডু, ডঃ অভিজিৎ দাস, ডঃ দেবাশিস মহান্ত, ডঃ দেবাশিস চক্রবর্তী ও ডঃ অরিন্দম নাগ বিভিন্ন পেশা এবং রাজ্যে থাকা সত্ত্বেও দৃঢ়তার সাথে প্রতিবছর এই কাজ করে চলেছেন। আগামী দিনেও তাঁরা এইরকম সমাজসেবামূলক কাজে মানুষের পাশে থাকা আশ্বাস দিয়েছেন।
GIPHY App Key not set. Please check settings