in

একাডেমি অব ফাইন আর্টসে শুরু হল অনুপম হালদারের একক ছায়াচিত্র প্রদর্শনী

জাদুকর পি সি সরকার (জুনিয়র), জয়শ্রী সরকার, মানেকা সরকার, মৌবনী সরকার, মমতাজ সরকার, পাঞ্চালী মুন্সি, অভিনেত্রী সোনালী চৌধুরী -এর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ থেকে কোলকাতার ‘একাডেমি অব ফাইন আর্টস’-এর সাউথ গ্যালারি (South Gallery, Academy of Fine Arts, Kolkata)-তে শুরু হল আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder)-এর একক ছায়াচিত্র প্রদর্শনী (Solo Photographs Exhibition)।

প্রদর্শনী কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে অনুপম হালদার জানান, “প্রকৃতি, নারী, ভ্রমণ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রদর্শনীর দুটো কক্ষে সর্বমোট ৭৫ টা আলোকচিত্র স্থান পেয়েছে। আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রতিদিন অপরাহ্ন ৩ টে থেকে রাত ৮ পর্যন্ত প্রদর্শনী চলবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগে কোলকাতাতেই যৌথভাবে অনুপম হালদার আর একটা ছায়াচিত্র প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছিলেন।

উৎসবের ঠিক মুখে রাজ্যবাসী যখন দেবীবন্দনায় মত্ত, ঠিক তখন অনুপম হালদার শহরবাসীকে পুজোর উপহার স্বরূপ তুলে দিলেন ‘ক্রিয়েটিভ ফটোগ্রাফি একজিবিশন’ (Creative Photography Exhibition) নামাঙ্কিত এক ছায়াচিত্র প্রদর্শনী।

প্রদর্শনীর বেশ কিছু আলোকচিত্র নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে, বিশেষ করে ছোটো বড়ো নারকেল গাছের সুসম ভারসাম্যতার দৃশ্য ভাবুক মানুষদের মনে নিঃসেন্দহে একটা নাড়া দেবে।

Report

What do you think?

100 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

Priyanka Sarkar inaugurated Aashirvaad Atta’s augmented reality enabled ‘Amaar Maa’ pandal at Bagh Bazaar

ডোমিনো’জ নিয়ে এল শারদ উপহার, কাসুন্দি, কষা আর মালাই ফ্লেভারে এবার