অ্যাপোলো Kolkata সকার লিগের (Bangla Soccer League) । বিভিন্ন কর্পোরেট টিম আর বিভিন্ন আবাসনের দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সকার লিগ। উদ্বোধনে হাজির ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) এবং প্রসেনজিৎ চ্যাটার্জী ।তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা জিতু কামালও (Jeetu Kamal)।
৩২০টি দল অংশ নিচ্ছে বাংলা সকার লিগে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নানা মাঠে। ২৫০০ ফুটবলারকে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে।
বৈদিক ভিলেজ, বিধাননগর পূর্বাচল আবাসন সহ বিভিন্ন জায়গায় হবে খেলাগুলো। বাংলা সকার লিগের ফাইনাল ২২ সেপ্টেম্বর।

GIPHY App Key not set. Please check settings