“জানি দেখা হবে” এই পুজোর খুব আকর্ষণীয় একটা প্রেমে পড়ার গান।। এখানে কলকাতা র নস্টালজিক প্রেমকে তুলে ধরেছেন পরিচালক সৌভিক দে। এই গানে অভিনয় করেছেন টেলিভিশন এর জনপ্রিয় মুখ সৌভিক ব্যানার্জী। চিরদিন তুমি যে আমার মেগা সিরিয়াল এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌভিক।

এছাড়া রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌটুসি সরদার। গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত শিল্পী স্নেহা ভট্টাচার্য এবং জয় দাস। গানটির সুরকার ইন্দ্রনীল চক্রবর্তী। সঙ্গীত আয়োজনে সৈনিক ঘোষ। গানটি লিখেছেন সৌভিক দে এবং ইন্দ্রনীল চক্রবর্তী। গানটির নির্মাতা সৌমেন গুণ। সম্প্রতি টাইচি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল গানটি।
P,c : Bulan



GIPHY App Key not set. Please check settings