মুক্তির আগেই আইনি বিপাকে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ । ছবির নাম নিয়ে আপত্তি তুলল রাজপুত কর্ণি সেনা। পাঠানো হয়েছে আইনি নোটিস। প্রকাশ্যে এসেছে এমনই খবর। জানা গিয়েছে, কর্ণি সেনার পক্ষ থেকে ‘লক্ষ্মী বম্ব’ ছবির বিরুদ্ধে নোটিস পাঠিয়েছেন আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্রা । অভিযোগ, ছবির নামে হিন্দুদের দেবী লক্ষ্মীর অপমান করা হয়েছে। সেই কারণেই অবিলম্বে ছবির নাম বদলানোর দাবি জানানো হয়েছে।
৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’।ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক বিতর্ক শুরু হতে থাকে। প্রথমে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর প্রায় চার মাস পর বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খোলায় অক্ষয়ের উপর রুষ্ট হন নেটিজেনদের একাংশ। ছবি বয়কটের ডাক দেওয়া হয়। পরে আবার ছবির বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ প্রচার করার অভিযোগ ওঠে।
GIPHY App Key not set. Please check settings