এবার নাগিনের অবতারে রুপোলি পর্দায় দেখা মিলবে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। এই ট্রিলোজি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশাল ফুরিয়া। তিন ফিল্মের সিরিজের ঘোষণা হয়েছে বুধবার। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন নিখিল দ্বিবেদী। জানা যাচ্ছে পুরোদস্তুর প্রেম ও প্রতিশোধের কাহিনি হবে এই ছবি, যেমনটা যে কোনও ইচ্ছাধারী নাগিনকে নিয়ে ছবি ছবি হয়ে থাকে আর কি!
বলিউড আশির দশকে বহু নাগিন কাহিনি উঠে এসেছে। তবে ভারতীয় দর্শকদের যে এই সুপারন্যাচরাল বিষয়টি নিয়ে আকর্ষণ কোনও অংশ কম নেই তার প্রমাণ ছোটপর্দায় ‘নাগিন’ এর বাধভাঙা সাফল্য।
কিন্তু শ্রদ্ধার নাগিন হওয়ার খবর সামনে আসতেই টুইটার জুরে হাসির রোল, মজাদার মিমে ভরে গিয়েছে মাইক্রো ব্লগিং সাইট।
GIPHY App Key not set. Please check settings