মাতৃত্ব কি ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? জীবনের পথ নির্বাচনের এক অন্য রকম গল্প নিয়ে তৈরী হয়েছে নতুন গান, “মুহূর্ত” ।
গানটি গেয়েছে ঈশানি নাগ ও গানটি পরিচালনা করেছেন পার্থ সারথি মান্না ।গানটির সুর ও লিখেছেন শুভদীপ মজুমদার ।গানটি প্রযোজনা করেছেন অমিত দত্ত ও সুমেধা দত্ত ।গানটিতে অভিনয় করেছেন সুমেধা দত্ত ও অর্ণব দত্ত ।
আমারা মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
GIPHY App Key not set. Please check settings