বহু প্রতীক্ষার পর সামনে এল দেবের প্রযোজনায় পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের (Aniket Chatterjee) ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র (Hobu Chandra Raja Gobu Chandra Mantri Trailer) ট্রেলার। এই ছবির টিজার বহুদিন আগেই প্রকাশ্য়ে এসেছিল। রূপকথার গল্প নিয়ে তৈরি এই ছবি ।মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ-সহ এক ঝাঁক তারকা অভিনেতা।

ছবিতে বোম্বাগড়ের রাজা হবুর ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রানি কুসুমকলি অর্পিতা চট্টোপাধ্যায় এবং মন্ত্রী গবুচন্দ্রর ভূমিকায় থাকছেন খরাজ মুখোপাধ্যায়।
প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ধারাভাষ্যেই শোনা গেল বোম্বাগড়ের শুরুর গল্প। পুজোর সময় ছোটদের ছবি হিসেবে যে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ আলাদা জায়গা করে নেবে, তা ট্রেলার দেখেই স্পষ্ট!
P.C : Bulan Ghosh



GIPHY App Key not set. Please check settings