বর্তমানে চারিদিকে থ্রিলার আর সাসপেন্সের গল্পে দর্শকের মন মজেছে। তাই এবার রাজীব প্রোডাকশানের ব্যানারে তুহিন সিনহার পরিচালনায় দর্শক সাসপেন্স থ্রিলার ধর্মী আরও একটি নতুন ছবি উপহার পেতে চলেছে খুব শীঘ্রই একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে।দীর্ঘদিন ধরেই রাজীব প্রোডাকশান ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করে মানুষের মন জয় করে এসেছে।রাজীব প্রোডাকশান নিবেদিত রাজীব গোলচা প্রযোজিত নতুন ছবি আসছে যার নাম-মার্ডার (এক রহস্য)। প্রত্যেক মানুষের জীবনে একজন তার কাছের মানুষ থাকে।আর সেই প্রিয় মানুষ যখন তার জীবন থেকে হারিয়ে যায়, সেই যন্ত্রনায় মানুষ কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে সেই নিয়েই ছবির বুনন।প্রযোজক রাজীব গোলচা বলেন, আমি নতুনদের জন্য চিরকালই প্ল্যাটফর্ম করতে চেয়েছি। আমাদের দেশে প্রচুর ট্যালেন্ট আছে। আমার সামর্থ্যের মধ্য দিয়ে বহু কৃতী উঠে আসবে বলে আমি মনে করি। ভবিষ্যৎ এ আরও নতুন কিছু কাজের উদ্যোগ নিচ্ছেন বলে জানান তিনি।মার্ডার (এক রহস্য)ছবিতে অভিনয় করতে দেখা যাবে দিব্যেন্দু শেখর দাস,অনিকেত চ্যাটার্জী,দেবলীনা ব্যানার্জী,রিয়া চক্রবর্তী ও তপন রায়কে।চিত্রগ্রহনের দায়িত্বে পার্থ রক্ষিত ও সহকারি পরিচালনার দায়িত্ব সামলেছেন অঙ্কুশ ঘোষ

GIPHY App Key not set. Please check settings