মাওবাদী রাজনীতি এবং ও জঙ্গলমহলের গল্প নিয়ে পরিচালক মন্দীপ সাহার প্রথম ছবি ‘ইস্কাবন’ মুক্তি পাবে ১৭ জুন। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছে সৌরভ দাস (Sourav Das), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও সঞ্জু (Sanju)।এই প্রথম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন সঞ্জু। তাঁকে দেখা যাবে কর্নেল শিব-এর ভূমিকায়। অন্যদিকে অনামিকার চরিত্রের নাম গোলাপি ও সৌরভের চরিত্রের নাম সত্য।
পরিচালকের কথায়, জঙ্গলমহলের গোলবিবি বাজার এলাকার স্থানীয় নেতা নরেনজী-র জীবন, তাঁর রাজনীতি নিয়েই ছবির গল্প। ছবির সিংহভাগ জুড়ে রয়েছে প্রতিহিংসা-প্রেম।
এসএমডি এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির গল্প লিখেছেন রাধামাধব মণ্ডল। ছবিতে একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তিনি ছাড়াও এই ছবিতে গান গাইতে শোনা যাবে রুপঙ্কর বাগচি, অন্বেষা দত্তগুপ্তের মত শিল্পীকে। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও অনিন্দ্য মুখোপাধ্যায়।

GIPHY App Key not set. Please check settings