অভিজিৎ —পেশায় একজন পরিচালক। পর পর তিনটি ছবিই তাঁর বক্স অফিসে সাফল্য পাইনি । তবু ছবি বানানোর স্বপ্ন তিনি ছাড়েননি। ঠিক করেন ‘একটি অসমাপ্ত গল্প’ নামক বইকে পর্দায় নিয়ে আসবেন তিনি। সেই মতোই প্রযোজক অঞ্জনের খোঁজ লাগান তিনি। পেয়েও যান। কী হয় তারপর? ছবি বানানো হয় শেষমেশ? সে ছবি দেখতে পারে লাভের মুখ? নাকি টানাপোড়েনের গল্প এসে দানা বাঁধে একের পর এক! এই নিয়েই রোহন সেনের প্রথম ছবি ‘এভাবেই গল্প হোক’।
ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা জয় সেনগুপ্তকে। ছবিতে আরও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র ছাড়াও দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, আনন্দ এস চৌধুরী, শাশ্বতী গুহ ঠাকুরতা, মৃণাল মুখোপাধ্যায় সহ অন্যান্যদের।

ছবির সংলাপ লিখেছেন অর্পণ দেব এবং রোহন নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন রাজদীপ গঙ্গোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে ১৫ই অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।
