in

লন্ডনে জমিয়ে চলছে বাজি’ সিনেমার গানের শুটিং

মিমি-জিৎ

করোনার জেরে বন্ধ ছিল ছবির শুটিং।শুটিং থামিয়ে মাঝপথেই ফিরে আস্তে হয়ে ছিল পুরো টিমকে ।শুরু হলো অংশুমান প্রত্যুষের পরিচালনায় জিৎ প্রযোজনায় ‘বাজি’ সিনেমার শুটিং । জানা গিয়েছিল ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হবে লন্ডনে।সেই ছবিরই গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।’বাজি’ দক্ষিণী ছবির আদলে তৈরি হলেও চিত্রনাট্য একেবারে নিজের মতো করে সাজিয়েছেন অর্ণব ভৌমিক। গল্পে সাদৃশ্য থাকলেও কাহিনীর বুননে থাকছে নয়া মাত্রা।

জিতকে শেষ বার পাভেলের পরিচালনায় অসুর ছবিতে দেখা গিয়েছিল। ছবিতে নুসরত জাহান ও আবির চ্যাটার্জিও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।এদিকে, এ বছরেই পুজোতে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ড্রাকুলা স্যর’ ও SOS কলকাতা -এর মাধ্যমে বড়পর্দায় ফের দেখা যাবে মিমিকে। আপাতত পুরোদস্তুর শুটিংয়ে ব্যস্ত তৃণমূলের এই তারকা সাংসদ। পর পর বেশ কয়েকটি বড় বাজেটের টলিউড ছবির অফারও রয়েছে মিমির হাতে। তবে প্রথমবারের জন্য জিৎ-মিমির রসায়ন ঠিক কতটা জমবে, তা দেখবার বিষয় ।

Report

What do you think?

99 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

১৫ই অক্টোবর মুক্তি পাচ্ছে রোহন সেনের প্রথম ছবি ‘এভাবেই গল্প হোক

Television and film actress Priyanka Rati Pal is the Face of MyVC Grand Online Shopping Festival 2020