টোটার সঙ্গে ঋতুপর্ণার নতুন ছবি বিউটিফুল লাইফ। ছবিতে একজন চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন টোটা রায় চৌধুরী আর ঋতুপর্ণাকে দেখা যাবে স্ক্যাল্পচারারের চরিত্রে।অনেকদিন পর জুটিতে কাজ করছেন ঋতুপর্ণা ও টোটা।ছবিটি পরচালনায় করেছেন আর ডি নাথ ।
ঋতুপর্ণা ও টোটা ছাড়াও ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবস্মিতা সেনগুপ্ত।

২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘বিউটিফুল লাইফ’। কিন্তু নতুন হিন্দি ছবির শ্যুটিংয়ের জন্য পাহাড়ে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই ভিডিও করে টিমের সকলকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। সেই সঙ্গে জানালেন ছবিতে কাজ করার সুন্দর অভিজ্ঞতার কথা। দেখে নিন
