পরিচালক অরিন্দম চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘কাম অন’। সাত এপিসোডে তৈরী হবে সিরিজ। পরের সপ্তাহেই শুরু হবে সিরিজটির শুটিং। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং রাজদীপ গুপ্ত। এছাড়াও দেখা যাবে শুভাশিষ মুখোপাধ্যায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, ডালিয়া ঘোষ, অনিন্দিতা সরকারকে ।

সিরিজটির গল্প ঋক (রাজদীপ গুপ্ত) ও স্যান্ডি (মৈনাক বন্দ্যোপাধ্যায়) দুই বন্ধু। দু’জনেই আইটি ইঞ্জিনিয়ার।। তারা ঠিক করে, যে তারা একটি সেক্স অ্যাপ বানাবে যাতে সেক্স সামগ্রী ডেলিভারি করা হবে ।এরপর কি কি ঘটনা ঘটে সেটার অপেক্ষায়ই থাকতে হবে ।
ডিজিফ্লিক্স’ ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগিরই দেখা যাবে ‘কাম অন’ সিরিজটি ।
