বলি থেকে টলির জনপ্রিয় গায়ক তিনি। সম্প্রতি মাকে হারিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর মা। সেরে যাওয়ার পরে ব্রেন স্ট্রোক, ভেন্টিলেশন, একমো সাপোর্ট তবুও পারেননি নিজের মাকে বাঁচাতে। মাকে হারানোর পরেও মুর্শিদাবাদের মানুষের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ।
করোনা মোকাবিলায় অক্সিজেনের ঘাটতি প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে। অক্সিজেন না পেয়ে বহু মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালে গিয়েও জুটছে না অক্সিজেন। করোনা রোগীদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন অরিজিৎ। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়ে সাহায্য করেছেন অরিজিৎ। কিন্তু জিয়াগঞ্জের মানুষের জন্য আরও কিছু করতে চান তিনি। কিন্তু গান ছাড়া যে কিছুই জানা নেই তাঁর। তাই গানকেই ভরসা করে মানুষের জন্য কাজ করতে চলেছেন অরিজিৎ।
GIPHY App Key not set. Please check settings