গল্পের পুরোটাই ঘটেছে স্বপ্নে! সেই ১২ সেকেন্ড ১২ মিনিটে ধরে মানুষের জীবনের ভাল-মন্দকে ছোট্ট করে বলার চেষ্টা করেছেন পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায়।অংশুমানের গল্প দেবাঞ্জনকে ঘিরে। শিলাজিৎ অভিনয় করেছেন এই চরিত্রে । এবং তার স্ত্রী সৃজিতার ভূমিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র।
১২ সেকেন্ড যেন আস্ত একখানা ‘ঝড়’ শিলাজিতের জীবনে। সামান্য এইটুকু সময় জানিয়ে দিল স্ত্রী সৃজিতা অন্য পুরুষে আসক্ত। ছেলে কোকেনের নেশায় আসক্ত। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরী করেছে !
ছবিতে শিলাজিৎ শ্রীলেখা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে অরূপ ও এণাক্ষীকে।
P.c : Bulan
GIPHY App Key not set. Please check settings