বর্তমান প্রজন্মে শর্ট ফিল্ম এর যে কটি নতুন কাজ হয়ে চলেছে তার মধ্যে শুভজিৎ ব্যানার্জী হল এক অন্যতম জ্বলন্ত নাম। শুভজিৎ এর ছবিতে দর্শক পেয়ে চলেছে নতুন ধরনের অন্যতম কাজ । ২০২০ সালের বাংলা শর্ট ফিল্ম শেষবেলার প্রমিস শুভজিৎ এর শর্ট ফিল্ম প্রযোজনায় একাধিক ইন্টারন্যাশনাল প্রাইজ জিতে নিয়েছে।এছাড়াও “ভাঁড়” ২০২০ সালে মুক্তি পেয়ে প্রচুর মানুষের মন জয় করেছে ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এর সাথে সাথে দেশ বিদেশে ও সকলের প্রশংসা কুড়িয়েছে।
২০২১ সালে শুভজিৎ এর প্রযোজনায় আরও একটি কাজ হতে চলেছে যার নাম “ফ্যাশন ফায়ার ২০২১“।এর শুটিং হয়েছে নিউ দীঘা ও তাজপুর এ।শুটিং এর ভিজুলিউশান দর্শক দের চোখ জুড়িয়ে নেবার মতো… পুরো ভিডিওটি দেখতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।জানুয়ারি মাসে ৩১ তারিখে ভিডিওটি মুক্তি পেতে চলেছে।ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন বিদিশা দে মজুমদার, জিয়া চ্যাটার্জী ও শ্রুতি বর্ধনকে। মিউজিক ভিডিওটি প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন শুভজিৎ ব্যানার্জি।

