কলকাতায় এসে রোডিজের অ্যান্থেম প্রকাশ করলেন প্রিন্স নারুলা । এমটিভি রোডিজ ১২, বিগ বস ৯, এমটিভি ইন্ডিয়াজ রোডিজ এক্সটু এবং স্প্রিটস ভিলা ৮-এর জয়ী হয়েছিলেন তিনি । ‘বাধো বহু’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কালার্স টিভি ‘নাগিন ৩’-তে যুবিকা চৌধুরী এবং শেহনাজের পাশাপাশি অভিনয় করেছিলেন প্রিন্স।
এরপর স্টার প্লাসে ডান্স শো ‘নাচ বলিয়ে’ সিজন ৯-তে যুবিকার সঙ্গে অংশগ্রহণ করে জয়ী হয়েছিলেন দু’জনে।ওটিটিতে জি ফাইভ প্ল্যাটফর্মে বম্বার্স ছবি দিয়ে ডিজিটাল ডেবিউ হয় প্রিন্স নারুলার।
ছবি সৌজন্যে : বুলান
GIPHY App Key not set. Please check settings