শিকাগো ধর্ম মহাসম্মেলনের পর স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তনের 125 তম দিনটি উদযাপনর অঙ্গ হিসেবে আজ কলকাতা প্রেসক্লাবে বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সাধারণ সম্পাদক স্বামী সুপর্ণানন্দজী মহারাজ আনুষ্ঠানিকভাবে মূর্তি উন্মোচন করেন।
তিনি বলেন, স্বামীজীর ভাবাদর্শ অনুযায়ী বিবেকের জাগরণই আজকের দিনে সমাজকে সঠিক দিশা দেখাতে পারে। শিকাগো বিশ্ব ধর্মমহাসম্মেলনে স্বামীজির বক্তৃতা বিশ্বের দরবারে ভারতকে প্রতিষ্ঠা দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর ও সম্পাদক কিংশুক প্রামানিক উপস্থিত ছিলেন।

